https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৩, ২:৪০

শেয়ার করুনঃ
দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০০ জন।

শনিবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৮০০ জন। এরমধ্যে ঢাকা সিটির ৪০৭ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৩৯৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৯১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৮৬২ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৫৭ হাজার ৪৪৪ জন। মারা গেছেন ১ হাজার ৩২৭ জন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

এ সম্পর্কিত আরও পড়ুন

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হতে আহ্বান- প্রধান উপদেষ্টার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস তরুণদের ‘তিন-শূন্য ব্যক্তি’ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। বৃহস্পতিবার অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে নতুন সভ্যতার দিকে যেতে হবে, যা হবে শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণের ভিত্তিতে।   তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক মডেল বিশ্বকে এক আত্মধ্বংসী পথে

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

ড. ইউনূস ও মোদির বৈঠক: বাংলাদেশ-ভারতের নতুন অধ্যায়

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে থাইল্যান্ডের ব্যাংককে। এই বৈঠকটি হবে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে, যা আগামী ৩-৪ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি দুই সরকারপ্রধানের প্রথম বৈঠক হবে। বুধবার (২ এপ্রিল) ভারতের দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয় যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ড. ইউনূস

বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘোষণা বুধবার (২ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেন ড. খলিলুর রহমান। বিমসটেক (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) একটি আঞ্চলিক জোট, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ নিয়ে গঠিত। আগামীতে এই জোটের নেতৃত্ব দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা,

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি- স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকে দেশে জঙ্গিবাদ সংক্রান্ত কোনো উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। বুধবার রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খিলক্ষেত, বাড্ডা ও ভাটারা থানায় ঈদের শুভেচ্ছা বিনিময় ও নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।   নিউইয়র্ক টাইমসের জঙ্গিবাদ সংক্রান্ত প্রতিবেদন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো সংবাদপত্র কী লিখেছে তা নিয়ে মন্তব্য করতে চাই

 রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

রাজনৈতিক উগ্রতা রুখতে সরকারের শক্ত অবস্থান-মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম স্পষ্ট করে দিয়েছেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো প্রচেষ্টা সরকার সহ্য করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না। সরকার প্রয়োজন হলে কঠোর অবস্থান নেবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বাংলাদেশে চরমপন্থার সম্ভাবনা উল্লেখ করা হয়েছে, তবে সরকার এ ধরনের প্রবণতা রুখতে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক ও ধর্মীয় উগ্রতা প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা