সুপ্রিম কোর্ট আইনজীবীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ডিম-ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
রোববার (২ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে।
এ সময় দুই পক্ষের হাতাহাতি ও পাল্টাপাল্টি স্লোগানে আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিন দুপুরে শতাধিক সরকারসমর্থিত আইনজীবী সুপ্রিম কোর্ট বার ভবনের সভাপতি-সম্পাদকের কক্ষের সামনে অবস্থান নেন। তারা সমিতি ভবন এবং নিচতলায় অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ করেন। অপরদিকে বিএনপি সমর্থক আইনজীবীরাও সমিতি ভবনের নিচতলায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন এএম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক শ’ আইনজীবী বিক্ষোভ করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।