প্রকাশ: ১ আগস্ট ২০২২, ৪:৪
সারা দেশে কিছু দিন যাবত বৈদেশিক ডলারের রিজার্ভ কমছে নানা কারনে , তার মধ্যে থেকে দেশে নানা ভাবে একটি বড় প্রতারক চক্র নানা উপায়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে ঐ মুল্যবান ডলার নিয়ে । তারা কখন কম মূল্যে ডলার বা সৌদি সরকারের রিয়েল দিয়ে মানুষকে প্রতারণায় ফেলে বা কখনো সোনার বিস্কিট বা কখনো কষ্টি পাথরের মূর্তি আছে বলে নানা ভাবে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে থাকেন । সারা দেশে এই প্রতারণা চলমান থাকলে রাজধানীতে বেশ সক্রিয় ।
এর মধ্যে মতিঝিল , কাকরাইল , গুলিস্তান , ধানমণ্ডি ও মিরপুর থেকে এমন বহু অভিযোগ আসতো ইনিউজ৭১ এ এবং এ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ করেও আসছিল ইনিউজ৭১ । এবার তাই ইনিউজ৭১ মাঠে নেমেছিল অনুসন্ধানে এই চক্রের।অবশেষে আজ সকালে ইনিউজ৭১ এর এক সোর্স মারফত জানতে পারে যে এমন একটি চক্র রাজমিস্ত্রির ছদ্ম বেশে মানুষ কে ঘায়েল করছেন ।
সোর্স এর ফোন পেয়ে সোর্সকে বলা হয় ঐ চক্রের সাথে কথা চালিয়ে যেতে এবং তাদের কথা মত মেনে নিতে এবং সোর্স সেই অনুযায়ী চক্রের হোতাদের সাথে কথা চালিয়ে যায় ও একটা সময় দেন দরবার হয় এই যে ৫০০০০ হাজার টাকার বিনিময় সৌদি আরবের ৫০০ পিস একশো রিয়েলের নোট দিবে ঐ চক্র। ইতিমদ্দে ইনিউজ৭১ এর সম্পাদক ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সাহায্য চায় এবং ৯৯৯ মারফত মিরপুর মডেল থানার টহল পুলিশের সাথে তাদের যোগাযোগ হয়। এবার ইনিউজ৭১ এর সাংবাদিক ও পুলিশ মিলে চক্রের পিছু নেয় ।
অপরদিকে ইনিউজ৭১ এর ঐ সোর্স চক্রের ২ হোতার সাথে কথা চালিয়ে আস্তে আস্তে মিরপুর বেনারশী পল্লির দিকে যায় এবং ঐ মুহূর্তে পুলিশ - জনতার সাহায্যে প্রতারক চক্রের ২ হোতাকে আটক করে। এই আটকের বিষয় মিরপুর মডেল থানার এস আই রুহুল আমিনের সাথে কথা হয় ইনিউজ৭১ এর রাত ৮ টায় তিনি জানিয়েছেন মামলার প্রস্তুতি চলছে কার্যক্রম শেষ হলে আমাদের প্রতিবেদককে জানবেন।