টিটিই বরখাস্তের ঘটনায় তদন্ত কমিটি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ মে ২০২২, ২:২৮

শেয়ার করুনঃ
টিটিই বরখাস্তের ঘটনায় তদন্ত কমিটি

রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করা এবং তাদেরকে জরিমানা করার কারণে রেলের একজন কর্মীকে শাস্তির বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এ নিয়ে শনিবার (৭ মে) রেলমন্ত্রী নুরুল ইসলাম জানিয়েছেন, ওই তিনজন তার আত্মীয় কি না তা তিনি জানেন না। তবে বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় ও টিটিইকে সাময়িক বরখাস্তের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হয়েছে।

এর আগে, সাময়িক বরখাস্ত হওয়া সেই ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে তলব করা হয়েছে।

তিন সদস্যের কমিটিতে পাকশী বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা সাজেদুল ইসলামকে প্রধান করা হয়েছে। গঠিত তদন্ত কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

এদিকে বরখাস্তকৃত টিটিই শফিকুল ইসলামকে অনেকটা ‘মানসিক রোগী’ হিসেবে উল্লেখ করে রেল মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে একটি ব্যাখ্যা দিয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন। তিনি এক বিবৃতিতে উল্লেখ করেছেন, শফিকুল ‘মানসিক রোগী’ নন, ‘মানসিক হীনম্মন্যতায়’ ভুগছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে পাবনার ঈশ্বরদীতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটধারী তিন ট্রেনযাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেন টিটিই শফিকুল ইসলাম। পরে তিনি রেলমন্ত্রীর ওই তিন আত্মীয়ের সঙ্গে ‘অসদাচরণ’ করেছেন এমন অভিযোগে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। শুক্রবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে জানা গেছে।

সাময়িক বরখাস্তকৃত শফিকুল ইসলাম বলেন, ‘এটিওর নির্দেশে তিনি ওই যাত্রীর টিকিট করে ভাড়া নিয়েছেন। এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি।’

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

শহীদদের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

শহীদদের ন্যায়বিচার নিশ্চিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষিত হওয়ার পর এটিকে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রায় হিসেবে অভিহিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই রায়ে শহীদরা ন্যায়বিচার পেয়েছে, রাষ্ট্র ন্যায়বিচার পেয়েছে, প্রসিকিউশন ন্যায়বিচার পেয়েছে।” তিনি বলেন, ট্রাইব্যুনাল মামলায় তিন কাউন্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে সর্বোচ্চ দণ্ড মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্য এক

আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া: শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিশ্বজুড়ে শিরোনাম

আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া: শেখ হাসিনার মৃত্যুদণ্ড বিশ্বজুড়ে শিরোনাম

গণ-অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দেওয়ার পর বিষয়টি বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সোমবার (১৭ নভেম্বর) দেওয়া এই ঐতিহাসিক রায়টি পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার সংবাদমাধ্যমগুলোও গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিশেষ করে বিবিসি, সিএনএন, দ্য গার্ডিয়ান, দ্য হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, আল জাজিরা, রয়টার্স, এএফপি, ফিন্যান্সিয়াল টাইমসসহ প্রায়

বিচারপ্রক্রিয়াকে প্রহসন দাবি, আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ

বিচারপ্রক্রিয়াকে প্রহসন দাবি, আন্তর্জাতিক আদালতের চ্যালেঞ্জ

ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে “পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে অভিহিত করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর ভারতের অবস্থান থেকে পাঁচ পৃষ্ঠার বিবৃতিতে তিনি দাবি করেন, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে “আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে নিস্ক্রিয় করার একটি কৌশল হিসেবে।” শেখ হাসিনার এই বিবৃতি ইতোমধ্যে বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে তিনি পুরো

মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের

মৃত্যুদণ্ডের রায় ঐতিহাসিক, জনগণকে শান্ত থাকার আহ্বান সরকারের

মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষণা করা মৃত্যুদণ্ডকে ‘একটি ঐতিহাসিক রায়’ হিসেবে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়, দীর্ঘ প্রতীক্ষার এই রায়ের গভীর তাৎপর্য অনুভব করে বর্তমান সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্বজনসহ

রায় পরবর্তী পরিস্থিতি শান্ত, নিয়ন্ত্রণে পুরো নিরাপত্তাব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

রায় পরবর্তী পরিস্থিতি শান্ত, নিয়ন্ত্রণে পুরো নিরাপত্তাব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে প্রতিবেশী দেশ থেকে উসকানি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বাইরের কিছু মহল সক্রিয়। পার্শ্ববর্তী দেশ থেকে অশান্তির বার্তা ছড়ানোর চেষ্টা চলছে।” তিনি