প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ৪:২
আগামী বছরই দেশের মানুষের মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিুপ মুন্সী। সোমবার (৩১ জানুয়ারি) ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বাড়াতে, চলতি বছরই অন্তত ৪টি দেশের সঙ্গে মুক্ত-বাণিজ্য চুক্তি করা সম্ভব হবে। সব শঙ্কা কাটিয়ে এবারের মেলা সফল হয়েছে বলে মনে করেন বস্ত্র ও পাটমন্ত্রী।
শেষ হল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এবারের আসর। এবারই প্রথম আগারগাঁও এলাকা থেকে সরিয়ে পূর্বাচলে আয়োজন করা হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
এক মাস ধরে ক্রেতা-বিক্রেতায় মুখর এই মেলায় এবার এসেছে ১ কোটি ৬০ লাখ ডলারের রপ্তানি আদেশ। ভ্যাট আদায় হয়েছে দেড় কোটি টাকার। আর আনুমানিক ৪০ কোটি টাকা মূল্যের পণ্য বিক্রি হয়েছে।
প্রথম দিকে শঙ্কা জানালেও, মেলার শেষ দিনটিতে মাসব্যাপী বিক্রি ও পণ্যের প্রচার নিয়ে সন্তুষ্টির কথা উঠে এলো ছোট-বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কথায়।
মেলার সমাপনী অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মেলা আয়োজনের জায়গা বাড়ানোর তাগিদ দেন। আর নতুন নতুন পণ্য নিয়ে বাজারে আসার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ।
বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় ঠিক করেই কাজ করে যাচ্ছে সরকার।অনুষ্ঠানে প্যাভিলিয়নগুলোর স্থাপত্য শৈলী বিবেচনায় নিয়ে পুরস্কার দেয়া হয় বিভিন্ন প্রতিষ্ঠানকে।
নতুন জায়গায় কেমন হবে বাণিজ্য মেলা, শুরুর দিকের এমন শঙ্কা কাটিয়ে মাসজুড়ে প্রত্যাশা পূরণের দিকেই হেঁটেছেন ক্রেতা-বিক্রেতা, দর্শণার্থীরা। আর এবারের ত্রুটি-বিচ্যুতি কাটিয়ে আগামী বছর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, পূর্বাচলের স্থায়ী এই ঠিকানায় আরও জমজমাট হয়ে উঠবে বলে আশা আয়োজক প্রতিষ্ঠান ইপিবির।