নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিলো শিক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার ১২ই অক্টোবর ২০২১ ০৭:১৯ অপরাহ্ন
নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিলো শিক্ষা মন্ত্রণালয়

দেশে নতুন করে কৃষি বিশ্ববিদ্যালয়ের খসড়া অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা। এদিকে, নতুন এই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হয়েছে শরীয়তপুরে এবং নামকরণ করা হয়েছে ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’।


মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।



জানা যায়, গত ১০ জুন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম শিক্ষামন্ত্রী দীপু মনি বরাবর আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আবেদনের ৪ মাস পর শরীয়তপুর জেলায় ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা।।