প্রকাশ: ১৮ জুন ২০২১, ০:১
চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে কলেজ বাজার এলাকা মইজ্জারটেকে বিআরটিসি-সিটি বাস মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনের মতো আহতের ঘটনা ঘটেছে।
এক মাস সিয়াম সাধনার পর রবিবার সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই বেজে ওঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী গান, ‘রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ’। দীর্ঘ সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর এবারই প্রথম মুক্ত পরিবেশে পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এই বিশেষ ঈদ উদযাপনে নতুন মাত্রা যোগ করেছে বর্তমান সরকার, যেখানে সুলতানি আমলের আদলে বিভিন্ন অনুষ্ঠানমালা
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উদযাপন নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে, যা এড়ানো উচিত। রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ চাঁদ দেখার ভিত্তিতে ধর্মীয় উৎসব পালন করে আসছে এবং এই প্রক্রিয়াই অনুসরণ করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রোববার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দ, সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের মহিমান্বিত বার্তা নিয়ে এসেছে। ঈদ শুধু উৎসব নয়, এটি মানবতার বন্ধন দৃঢ় করার একটি মাধ্যম। তিনি বলেন, ঈদ হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (৩০ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান আসন্ন ঈদুল ফিতরের আগে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর গৃহীত পদক্ষেপগুলির কথা জানান। তিনি উল্লেখ করেন,
দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৩০ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় তিনি সকলকে ঈদ মোবারক জানান। তিনি বলেন, ‘‘ঈদুল ফিতরে সবাই পরিবারের সঙ্গে আনন্দ ও শান্তির সাথে সময় কাটাবেন। আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করবেন, গরিবদের খোঁজ খবর নেবেন এবং তাদের ভবিষ্যতের ভালো করার জন্য চিন্তা করবেন।’’ ড. ইউনূস আরও বলেন, ‘‘ঈদের দিন সন্তানদের সঙ্গে তাদের