ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন পরীমনি। ইতমধ্যে তার দায়ের করা মামলা আমলে নিয়ে ডিবি পুলিশ প্রধান আসামী নাসির ইউ মাহমুদসহ চার জনকে গ্রেফতার করেছে।
এই চলচ্চিত্র নায়িকাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা নানা মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার বিচার চেয়ে ফেইসবুক পোস্টের ঘটনা আলোচিত হয়েছে আজকের জাতীয় সংসদ অধিবেশনেও।
সোমবার জাতীয় সংসদের নিয়মিত অধিবেশনে বক্তব্যকালে সাংসদ হারুন স্বরামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে পরীমনির বিষয়টি উত্থাপন করে বলেন, পরীমনি দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পী।আজকে সে নির্যাতনেত শিকার হয়ে মৃত্যু পথযাত্রী। চার দিন থেকে সে বিচার চেয়ে বেড়াচ্ছে কিন্তু বিচার পাচ্ছে না। বিচার চাইতে হচ্ছে ফেসবুকে। বিচারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে হয়।
এসময় এই সাংসদ মুনিয়ার বিষয়টির কথাও স্মরণ করিয়ে দেন এবং এসব ঘটনার সাথে যুক্ত ব্যাক্তিদের মাফিয়া উল্লেখ করে শাস্তির দাবী জানান।