প্রকাশ: ১২ জুন ২০২১, ২২:৫৩
বাংলাদেশ থেকে কেউই এবার হজে যেতে পারবে না। তবে সৌদিতে থাকা মুসলমানরাই হজ করার সুযোগ পাবেন।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন প্রযুক্তিগত সক্ষমতা সংযোজনের মাধ্যমে তাদের দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করছে। রোববার ঢাকার মার্কিন দূতাবাস থেকে প্রকাশিত এক মিডিয়া নোটে জানানো হয়েছে, এই যৌথ উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র উভয়ের অভিন্ন নিরাপত্তা লক্ষ্যে পৌঁছাতে কার্যকর ভূমিকা রাখবে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা বৃদ্ধিতে সহায়ক হবে। উল্লেখযোগ্য তিনটি মহড়ার মধ্যে
বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রবিবার সকালে ঢাকার সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’-এর উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই পর্ষদের মাধ্যমে পেশাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলির ভিত্তিতে উপযুক্ত কর্মকর্তাদের উচ্চতর পদে উন্নীত করার কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহিদ, যুদ্ধাহত এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ড.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর রাজধানীসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। রোববার (২০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি বিশেষ কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় ঢাকার সব জেলা প্রশাসক, র্যাব, সেনাবাহিনী ও পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা বলেন, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো। আইনশৃঙ্খলা
১৯ জুলাই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক আন্দোলন ও সহিংসতা সংঘটিত হয়। ওইদিন রাতে পুলিশের গুলিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। রাজধানীসহ দেশের বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে এবং পরিস্থিতি যুদ্ধক্ষেত্রের মতো দৃষ্টিকটু হয়ে ওঠে। এই অবস্থা বিবেচনায় রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করা হয় এবং সেনা মোতায়েন করা
দেশে চলমান রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও গঠনমূলক দৃষ্টিভঙ্গির উপর জোর দিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেকেই এখনো শুধু ভাঙার কাজে ব্যস্ত, অথচ সময় এখন গড়ার। পুরোনো বন্দোবস্ত মচকে গেছে, তাই এটিকে ভাঙতে গেলে আরও বেঁকে যাবে। এখন আমাদের কাজ হওয়া উচিত, নতুন বন্দোবস্তকে দৃঢ় ভিত্তির উপর