ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি- রফতানি শুরু

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ১৬ই মে ২০২১ ০৬:৪৩ পূর্বাহ্ন
ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দরে আমদানি- রফতানি শুরু

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে টানা তিন দিন বন্ধ থাকার পর আজ দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

১৬ মে সকালে বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে (১৩-১৫) টানা তিন দিন বন্ধ থাকার পর আজ রবিবার সকাল থেকে হিলি বন্দরে ভারত- বাংলাদেশের আমদানি রফতানি কার্যক্রম যথারীতি পূর্বের নিয়মে চালু হয়েছে।



এদিকে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহস্পতিবার থেকে শনিবার তিন দিন বন্দরে পণ্য আমদানি রফতানি ও বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল কার্যক্রম থাকার পর আজ সকাল থেকে আমদানি রফতানি ও বন্দরের ভিতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।


#ইনিউজ৭১/এনএইচএস/২০২১