প্রকাশ: ১১ মে ২০২১, ১৪:২২
ঝড়ের কবলে পড়ে দৌলতদিয়ায় ফেরিতে উঠার সময় পাঁচ নম্বর ঘাটের পল্টুনের তার ছিড়ে নদীতে ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। দুপুর একটা পয়তাল্লিশ মিনিটে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়ে বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের পক্ষ্য থেকে জানানো হয়েছে , ঢাকা মেট্রো-চ-১৪-২৬০৮ সাদা নোয়া গাড়িটি উদ্ধার করা গেলেও সেখানে থাকা চালককে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে।
এদিকে রাজন নামে এক প্রত্যকক্ষদর্শির বরাত দিয়ে অনেকেই জানিয়েছেন, উদ্ধার হওয়া মাইক্রোবাসটিতে চালকসহ আরো তিন থেকে চার জন যাত্রী ছিলো। মাইক্রোটি দৌলতদিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো।
তবে, ফায়ার সার্ভসের পক্ষ থেকে শুধু চালক থাকার কথা জানানো হয়েছে।
অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১১ টায় দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাপলা-শালু ফেরিতে উঠার সময় প্রবল ঝড়ের কলবে ফেরির পল্টুনের তার ছিড়ে যায়। তখন মাইক্রোটি নদী গর্ভে পড়ে ধীরে ধীরে ডুবে যায়। এসময় মাইক্রো থেকে কাউকে সাতরিয়ে পারে উঠতে দেখা যায়নি।
#ইনিউজ৭১/এনএইচএস/২০২১