প্রকাশ: ৮ মে ২০২১, ১৪:২১
এর আগে বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে বলে জানিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
বিস্তারিত আসছে...
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। এই বদলির প্রজ্ঞাপন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করে জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয় ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়ন এবং আন্তঃদপ্তর
ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশ ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) তিনি এক বাণীতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। প্রফেসর ইউনূস বলেন, নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বেগম খালেদা জিয়ার দর্শন ও মূল্যবোধ বাংলাদেশ–ভারত অংশীদারিত্বের উন্নয়নে ভবিষ্যতেও দিকনির্দেশনা দেবে। বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে জয়শঙ্কর লেখেন, ঢাকা পৌঁছানোর পর তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের সড়কে নেমে আসে মানুষের ঢল। যতদূর চোখ যায়—শুধু মানুষ আর মানুষ। দেশের আপসহীন এই নেত্রীকে শেষ বিদায় জানাতে লাখ লাখ মানুষ ছুটে আসেন ঢাকায়। যে দেশকে তিনি নিজের ঠিকানা মনে করেছেন, যে দেশের মানুষের জন্য জীবনের দীর্ঘ সময় সংগ্রাম করেছেন—সেই মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। বেলা ৩টা ৩ মিনিটে শুরু হওয়া জানাজা সম্পন্ন হয় বেলা ৩টা ৫ মিনিটে। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় ছিল মানুষের ঢল। বেলা তিনটা নাগাদ বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার,