প্রকাশ: ৫ মে ২০২১, ১৩:১৭
ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে সিলেট অঞ্চলের একাধিক নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চল স্বল্পমেয়াদী বন্যার ঝুঁকিতে পড়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের ভেতরে সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়, আসাম ও সিকিমেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায়ও
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানি করার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৩৭ প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করার অনুমোদন দেওয়া হয়েছে। রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৬ সেপ্টেম্বর থেকে ৫
আগামী কয়েক মাসের মধ্যে তিস্তা প্রকল্প সরেজমিনে যাচাইয়ের জন্য চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য তিনি প্রকাশ করেন। উপদেষ্টা জানান, বাংলাদেশে আসার আগে চীনা দল প্রয়োজনীয় তথ্য ও নথি পর্যবেক্ষণ করবে এবং প্রকল্পের বিভিন্ন প্রযুক্তিগত ও কারিগরি বিষয় সরেজমিনে যাচাই করবে। এতে প্রকল্পের কার্যকারিতা,
টিউলিপ সিদ্দিক নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও তিনি বাংলাদেশের নাগরিক ঘোষণা দিয়ে দেশে আয়কর ফাইল খুলেছেন এবং ২০০৬ সাল থেকে নিয়মিত আয়কর রিটার্ন জমা দিচ্ছেন। তার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র রয়েছে। এছাড়াও গণভবন শাখায় সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাব রয়েছে। এনবিআরের দেওয়া নথি অনুযায়ী, টিউলিপ সিদ্দিক কর অঞ্চল–৬, ১২২ নম্বর সার্কেলের করদাতা। তিনি ২০০৬–০৭ অর্থবছর থেকে আয়কর রিটার্ন জমা শুরু করেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে সোমবার আয়োজিত হলো ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৫’। এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা তরুণদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের সমাজ উন্নয়নে সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয়। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে তরুণদের উদ্দেশে বলেন, তোমাদের মেধা, শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি মনে করেন, তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই অমীমাংসিত থাকবে