প্রকাশ: ৫ মে ২০২১, ১৩:১৭
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচন বিষয়ক ভিত্তিহীন ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে অনুরোধ করেছে সংস্থাটি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেল তিনটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়। ফেসবুক পোস্টে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে সেনাপ্রধানকে জড়িয়ে নির্বাচন
জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে—সম্প্রতি একটি মহল কর্তৃক প্রচারিত এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে জানিয়েছে কমিশন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কার্যক্রম শুরুর পর থেকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে কমিশনের মোট বরাদ্দ ছিল ৭ কোটি ২৩ লাখ ৩১ হাজার ২৬ টাকা। এর মধ্যে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত মোট ব্যয় হয়েছে মাত্র
সাবেক অর্থমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এবং গত ১৩ দিন ধরে আইসিইউতে ভর্তি ছিলেন। আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ আসন থেকে নির্বাচিত হয়ে দীর্ঘ রাজনৈতিক
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে ভারত দ্রুতগতিতে নতুন সামরিক স্থাপনা বাড়াচ্ছে। সর্বশেষ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতের সেনাবাহিনী। এটি বাংলাদেশের সীমান্ত থেকে খুব কাছেই অবস্থিত। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি নতুন ঘাঁটিটি পরিদর্শন করেন এবং সৈন্যদের প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। ইস্টার্ন কমান্ড এক্স নামের
সংবিধান সংস্কার একটি অত্যন্ত সংবেদনশীল জাতীয় বিষয় উল্লেখ করে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধান পরিবর্তন বা সংস্কারের প্রক্রিয়া অবশ্যই জনগণের মতামতের ভিত্তিতে হতে হবে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘বাংলাদেশের সংবিধান ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অসুস্থতার কারণে তাঁর লিখিত বক্তব্য