https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মুনিয়া 'আত্মহত্যা' করেছে: ময়নাতদন্ত

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ২১:৪

শেয়ার করুনঃ
মুনিয়া 'আত্মহত্যা' করেছে: ময়নাতদন্ত
গুলশানের একটি ফ্ল্যাটে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়া আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন সুরতহাল ও ময়নাতদন্তকারী চিকিৎসকরা। আত্মহত্যার প্ররোচনার প্রধান আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ ঘটনায় জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


এদিকে, কেউ আইনের উর্ধ্বে নয়, দোষী প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।


হত্যা নাকি আত্মহত্যা- গুলশানের ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধারের পর থেকে নানামহলে এখন প্রশ্ন ওঠেছে। এরই মধ্যে মুনিয়ার ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেয়েছেন মামলার তদন্তকারী দল।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, ‘সুরতহালের সময় তাঁরা (চিকিৎসক) শরীরে অন্যকোনো জখমের চিহ্ন বা আঘাত শনাক্ত করেননি বা ওই ধরনের কোনো আঘাত নেই।’


ঘটনাটি নিয়ে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালও। তিনি বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। যেই অপরাধী হোক তাকে আইনের-বিচারের মুখোমুখি হতে হবে। এটা তদন্তাধীন রয়েছে; এটা তদন্তের পরই আমরা বলতে পারব।’


মুনিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে তাঁর পরিবারও।


মুনিয়ার ভাই আশিকুর রহমান বলেন, ‘এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আত্মহত্যা নয়। মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার কাছে বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশে প্রচলিত আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি করছি।’

#ইনিউজ৭১/এনএইচএস/২০২১

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

 ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, যাঁদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জা, মুখোশ, কাঠের তৈরি শিল্পকর্ম, আর মানুষের প্রাণচাঞ্চল্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। সূর্য

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

রাজনৈতিক সংস্কারে গতি চান প্রধান উপদেষ্টা

জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ডিসেম্বর মাসে সম্ভাব্য জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি এই আহ্বান জানান শনিবার বিকেলে যমুনায় অনুষ্ঠিত এক বৈঠকে। সেখানে কমিশনের দুই সদস্য প্রফেসর আলী রীয়াজ এবং ড. বদিউল আলম মজুমদারের সঙ্গে তার মতবিনিময় হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী