প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১০:৪৯
চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তারা বলেছেন, করোনার সংক্রমণ ঠেকাতে কার্যক্রম ফলাফল পাওয়ার জন্য বৈজ্ঞানিকভাবে দুই সপ্তাহ লকডাউন প্রয়োজন রয়েছে।
রবিবার রাতে কমিটি ৩১তম ভার্চুয়াল সভায় এ বিষয়ে আলোচনা করা হয়। পরে তারা করোনা প্রতিরোধে বেশকিছু সুপারিশের ব্যাপারে একমত হন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা । করোনা পরিস্থিতি অবনতির কারণে গত ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত আটদিনের লকডাউন চলছে সারা দেশে।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১