প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৭
রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলের মরদেহ কবর থেকে তুলে দাহ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, গত ২৩ আগস্ট নুরাল পাগলের মৃত্যু হয়। তিনি গোয়ালন্দে নিজ বাড়িতে দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন এবং নিজেকে ইমাম মাহদী দাবি করতেন। তার এমন কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে এলাকায় বিতর্ক চলছিল।