প্রকাশ: ১২ মার্চ ২০২১, ২১:৫৮
পাঠকপ্রিয় গনমাধ্যম ইনিউজ৭১’র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ঢাকার পল্লবীতে পত্রিকার নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী আনন্দঘন পরিবেশে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ মোজাম্মেল হক সুমন। করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন ইনিউজ৭১’র সম্পাদক শওকত হায়দার জিকো।
এ সময় উপস্থিত ছিলেন ইনিউজ৭১’র প্রধান উপদেষ্টা সৈয়দ মোঃ মোরছালিন, উপদেষ্টা মোঃ মিজানুর রহমান, এসএ টিভির সাবেক বার্তা প্রধান ও মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল নিউজনাউ এর সম্পাদক ওয়াহিদ মিল্টন, ৭১টিভির সিনিয়র করেসপন্ডেন্ট সাজিদ হিটলার,
মাইটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মাহাবুব সৈকত, ইনিউজ৭১’র নির্বাহী সম্পাদক সিকদার মেহেদী, দেশটিভি’র ক্রাইম রিপোর্টার ও ইনিউজ৭১’র সাবেক বার্তা প্রধান সাইফুল ইসলাম, ইনিউজ৭১’র হেড অব মার্কেটিং আরিফ হোসেন। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করা ইনিউজ৭১’র প্রতিনিধিবৃন্দ এবং পত্রিকা সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।সম্মেলনের শুরুতে ইনিউজ৭১’র বরিশাল বিভাগীয় প্রধান এম.কে. রানাকে বার্তা প্রধান হিসেবে সবার সাথে পরিচয় করিয়ে দেন ইনিউজ৭১’র সম্পাদক শওকত হায়দার জিকো।
সম্মেলনে সিনিয়র সাংবাদিকবৃন্দ বলেন, সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ ও গণমানুষের নিরাপত্তার হাতিয়ার, তাহলেই রাষ্ট্রের তৃতীয় স্মম্ভ সংবাদপত্র দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে সক্ষম হবে। এছাড়া উপস্থিত সাংবাদিকদের দিক নির্দেশনামুলক তথ্যের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়গুলোর গুরুত্ব বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপদেষ্টামন্ডলী ও আমন্ত্রিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ইতিপূর্বে ইনিউজ৭১’এ প্রকাশিত সংবাদের ভিত্তিতে তিনজন সাংবাদিককে শ্রেষ্ঠ প্রতিবেদকের ক্রেস্ট তুলে দেন সম্পাদক শওকত হায়দার জিকোসহ অতিথিবৃন্দ।