প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২০, ২১:৬
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহা সড়কে পাশে সরকারি খাল ভরাট করার অভিযোগ উঠেছে।এযেন সরাইলের মহাউৎসব চলছে সরকারি খাল ভরাটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চোখের সামনে হলেও কোন প্রতিকার নেই??সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের ইসলামাবাদ (গোগদ) দক্ষিণ পাড়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ভাবে খাল দখলে ভরাটে ওই গ্রামের বৃষ্টির পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ হয়ে যাবে। ফলে ওই এলাকার অনেক বিঘা ফসলি জমির ব্যাপক ক্ষতির আশংকা করছেন কৃষকেরা। সরেজমিনে জানা গেছে, সরাইল উপজেলার ঢাকা- সিলেট মহা সড়ক নোয়াগাঁ গোগদ দক্ষিণ পাড়া সরকারি খালটি বালু দিয়ে ভরাট করে যাচ্ছে দিন- দুপুরে।
ইসলামাবাদ (গোগদ) দক্ষিণ পাড়া কৃষক জুমির বলেন, বর্ষা মৌসুমে এলাকার পানি এ খাল দিয়ে নদীতে বের হয়। খালের কারণে তারা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পান। আবার চাষের জমিতে পানি লাগলে এই খালের থেকে সেচ দিয়ে নেয়া হয়। মাঠে ঠিক মতো ফসল ফলে। এই খাল বাঁচাতে না পারলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। যে ভাবে সরকারি খাল প্রতিযোগিতা করে ভরাট করছে। তা এলাকায় জলবদ্ধতায় অন্ধকার মেনে আসবে।কিন্তু এখন মহা সড়কের পাশে সরকারি খালটি বালু ফেলে ভরাট করছে। কেউ কোন রকম খবর নেই না।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জিত কুমার দাস বলেন, আপনার মাধ্যমে আমি জেনেছি, লোক পাঠিয়ে আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহন করবো। আমাদের খাল হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল এ প্রতিনিধিকে বলেন, বিষয়টি আমি এখন জেনেছি। ওই এলাকার তহশীলদারকে ফাটিয়ে খোঁজ নেব।কেউ যদি সরকারি খাল ভরাট করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।সরাইলে সদরসহ একের পর এক খাল দখল হলেও সংশ্লিষ্টরা নির্বিকার !