প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২০, ২২:৫৫
যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পূর্ব আকাশে সূর্যদয়ের সাথে সাথে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষথেকে পুষ্পস্তবক অর্পণ করেন সরাইল উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোঃ আরিফুল হক মৃদুল,সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) মোঃ আনিছুর রহমান,সরাইল থানার ওসি এ এম এম নাজমুল আহমেদ,
সরাইল উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট নাজমুল হোসেন,সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।পরে একে একে বিভিন্ন রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ আপামর জনসাধারণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ৮ টার সময় উপজেলা প্রশাসনের পক্ষথেকে সরাইল উপজেলা পরিষদে জাতীয় পতাকা উত্তোলন করেন, সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর,
ইউএনও মোঃ আরিফুল হক মৃদুল ও সরাইল সার্কেলে'এর সহকারী পুলিশ সুপার মোঃ আনিছুর রহমান,পবিত্র কোরআন খানি পাঠ, নিরবতা পাল করে। পরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল এর সঞ্চালনায় মহান বিজয় দিবস উপলক্ষে বার্চুয়েল আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টিত বার্চুয়েল আলোচনায় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।