প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০, ২০:২৬
জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান"এই প্রতিপাদ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা উপজেলা প্রশাসন এর আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুর এর প্রতিবাদে সরাইল উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াঙ্কা এর নেতৃত্বে শনিবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপজেলা চত্বরে মানববন্ধনে ও আলোচনা সভায় অংশগ্রহণ করেছেন।
সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত ইউএনও ফারজানা প্রিয়াঙ্কা'র সভাপতিত্বে বক্তব্য রাখেন,সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর, সহকারী পুলিশ সুপার (সরাইল- সার্কেল) মোঃ আনিছুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছাঃ রোকেয়া বেগম,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডাঃ নোমান মিয়া, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমুদুল কামাল,সরাইল থানা ওসি এ এম এম নাজমুল আহমেদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্চালনায় উপস্থিত ছিলেন,
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, উপজেলা এল জি ই ডি প্রকৌশলী মোছাঃ নিলুফার ইয়াসমিন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সুমন মিয়া,সরাইল ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোঃ আলম মাষ্টার প্রমুখ। মানববন্ধনটি উপজেলা চত্বর থেকে উপজেলা সভাকক্ষের সামনে এসে শেষ হয়।