মুজিব মানে বাংলাদেশ
মুজিব মানে বাংলাদেশ
জাহিরুল মিলন
মুজিব মানে ১৭ মার্চ
শ্রেষ্ঠ বাঙালির জন্ম
মুজিব মানে প্রেরণা
স্বপ্ন জয়ের লগ্ন।
মুজিব মানে ৭ই মার্চ
এক জ্বালাময়ী ভাষন
মুজিব মানে মুক্তিকামী
দেশপ্রেমির আকর্ষন।
মুজিব মানে ২৬ মার্চ
রক্তে ভেজা স্বাধীনতা
মুজিব মানে বজ্র কন্ঠে
নির্দেশিত মুক্তির কথা।
মুজিব মানে ১৬ ডিসেম্বর
বিজয় কেতন উড়ানো
মুজিব মানে ইতিহাসের পাতা
রক্ত দিয়ে মোড়ানো।
মুজিব মানে ১৫ আগষ্ট
কলঙ্কিত এক গাঁথা
মুজিব মানে বিরহী সুরে
সহস্র বাঙালির ব্যাথা।
মুজিব মানে বাঙালীর ভরসা
মনে রেখ হবেনা তার শেষ
মুজিব মানে বাঁচার আশা
স্বপ্ন সুখের বাংলাদেশ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।