ঢাকা ক্যাপিটালস বিপিএলে টানা ছয় ম্যাচ পর অবশেষে ফরচুন বরিশালের বিপক্ষে জয়ের মুখ দেখেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত অষ্টম ম্যাচে ঢাকা ক্যাপিটালস ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারেনি, তবে তাদের ১৪০ রানের লক্ষ্য বরিশালের জন্য এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং শুরুতে একেবারে সুখকর ছিল না। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রথম ইনিংসেই ওপেনার লিটন দাসের ব্যাট থেকে মাত্র ১৩ রান আসে। ১৭ বল খেলে তিনি সাজঘরে ফিরে যান। এরপর মুনিম শাহরিয়ারও কোনো রকম প্রতিরোধ গড়তে পারেননি এবং শূন্য রানেই ফিরে যান।
তবে দলের পরিস্থিতি তখন কঠিন হলেও কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তানজিদ তামিম। তিনি এক প্রান্তে দারুণ ব্যাটিং করতে থাকেন এবং ৩৯ বলে ফিফটি পূর্ণ করেন। তার পাশাপাশি মোসাদ্দেক হোসেনও ১১ রান করে তাকে সঙ্গ দেন। তবে দলের স্কোর যখন ১৩৫ রান ছিল, তখন তামিম ৪৪ বলে ৬২ রান করে ক্যাচ আউট হন। তার আউট হওয়ার পরই ঢাকার ইনিংস দ্রুত ভেঙে যায়।
পরবর্তী ব্যাটসম্যানরা কেউই তেমন জ্বলে উঠতে পারেননি। চতুরাঙ্গা ডি সিলভা ১ রান করে রান আউট হন এবং ফরমানুল্লাহ ১৬ বলে ২২ রান করে আউট হন। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ঢাকা ক্যাপিটালসের ইনিংস ১৩৯ রানে অলআউট হয়ে যায়।
ফরচুন বরিশালের বোলিং আক্রমণ ছিল দারুণ কার্যকরী। তানভীর ইসলাম ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী, তিনি ৩টি উইকেট তুলে নেন। এছাড়া ফাহিম আশরাফ ২টি, জাহানাবাদ, রিপন মন্ডল ও মাহমুদউল্লাহ ২টি করে উইকেট শিকার করেন। বরিশালের বোলারদের দাপটে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং দলে বড় সংগ্রহ হতে পারেনি।
ঢাকার সামনে তখন ১৪০ রানের লক্ষ্য দাঁড়িয়েছে, যা ফরচুন বরিশালের জন্য সম্ভব হলেও, এ ধরনের চাপের ম্যাচে কীভাবে তারা প্রতিরোধ গড়ে তোলেন, তা দেখার বিষয়।
ঢাকা ক্যাপিটালসের এই জয়ে দলের আত্মবিশ্বাস বাড়বে, তবে বাকি ম্যাচগুলোতে আরও ধারাবাহিক পারফরমেন্সের প্রয়োজন, যাতে তারা বিপিএলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।