নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে। এই কার্যক্রমের প্রস্তুতি প্রায় শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ।
তিনি জানান, ৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রশিক্ষকদের প্রশিক্ষণ শেষ করা হবে। এসব প্রশিক্ষক মাঠ পর্যায়ে কাজ করা জনবলকে প্রশিক্ষণ প্রদান করবেন। মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন, যা ২০২৫ ও ২০২৬ সালের ভোটার তালিকার জন্য প্রয়োজন হবে।
ইসি সূত্র জানিয়েছে, ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা সবার জন্য উন্মুক্ত থাকবে। তালিকা যাচাই করে কেউ যদি বাদ পড়ে থাকেন, তবে তারা দাবি-আপত্তি জানাতে পারবেন। দাবি-আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে।
নতুন হালনাগাদ প্রক্রিয়ায় ২০২৬ সালের ১ জানুয়ারি যারা ১৮ বছর পূর্ণ করবেন তাদের তথ্যও সংগ্রহ করা হবে। তবে তারা ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হবেন না।
প্রসঙ্গত, সর্বশেষ বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হয় ২০২২ সালে। সেই সময় ২০২৩, ২০২৪ এবং ২০২৫ সালের ভোটার তথ্য একত্রে নেওয়া হয়েছিল। বর্তমানে দেশের ভোটারের সংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৫০ হাজার ১৬০ জন।
নির্বাচন কমিশনের এ উদ্যোগে নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং পুরনো তালিকার হালনাগাদে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং সঠিক ও নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন সম্ভব হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।