৮ মাসে পুরো কোরআন মুখস্থ, অবাক করছে ৮ বছর বয়সী ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি - লক্ষ্মীপুর
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ন
৮ মাসে পুরো কোরআন মুখস্থ, অবাক করছে ৮ বছর বয়সী ওমর ফারুক

সাধারণত হেফজ বিভাগের একজন শিক্ষার্থীকে পুরো কোরআন মুখস্থ করতে দুই থেকে তিন বছর সময় লাগে। তবে ৮ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক সে তুলনায় ব্যতিক্রমী এক উদাহরণ স্থাপন করেছেন। মাত্র ৮ মাসে পুরো পবিত্র কোরআন মুখস্থ করে তিনি হাফেজ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তার এই বিস্ময়কর অর্জন অবাক করেছে শিক্ষক ও অভিভাবকদের।


মোহাম্মদ ওমর ফারুক ২০২৩ সালের সেপ্টেম্বরে কোরআন মুখস্থ করা শুরু করেন। ৮ মাসের মধ্যে তিনি পুরো কোরআন মুখস্থ করে ফেলেন, যা তার অসাধারণ প্রতিভার প্রমাণ। তার শিক্ষকরা জানান, প্রথমদিকে তাকে প্রতিদিন দুই থেকে তিন পৃষ্ঠা কোরআন মুখস্থ করতে বলা হতো। কিছুদিন পর, সে একদিনে পাঁচ পৃষ্ঠা, আবার কখনো ১০ পৃষ্ঠা করে পুরো কোরআন মুখস্থ করতে থাকে। এমনকি, যখন অন্যরা বিকেলে খেলাধুলায় ব্যস্ত থাকত, তখনও সে রুমে বসে কোরআন পড়ত। একদিন হাফেজ হওয়ার পরও শিক্ষকরা তাকে নিয়মিত পড়তে দেখে অভিভূত হন।


মোহাম্মদ ওমর ফারুক লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র এবং তার পিতার নাম জিয়া উদ্দিন, যিনি স্থানীয় একজন ব্যবসায়ী। ওমরের মা সবসময় আশা করেছিলেন, তার ছেলে একদিন হাফেজ হবে। সেই আশা আজ পূর্ণ হয়েছে এবং তার বাবা অত্যন্ত গর্বিত।


ফারুক নিজেও তার অর্জনে বেশ আনন্দিত। তিনি বলেন, "৮ মাসে পুরো কোরআন মুখস্থ করতে পেরে আমি খুব খুশি। বড় হয়ে আমি একজন বড় আলেম হতে চাই।" 


মাদ্রাসার পরিচালক মাওলানা শাহাদাত হোসাইন জামিল কালবেলাকে বলেন, "আল্লাহর রহমত ছাড়া এমন একটি অর্জন সম্ভব ছিল না। মাত্র ৮ মাসে কোরআন মুখস্থ করা সাধারণ কোনো বিষয় নয়। এটি আমাদের মাদ্রাসার জন্যও গর্বের বিষয়।"


এই আশ্চর্যজনক ঘটনা শুধু ওমর ফারুকের দক্ষতা এবং কঠোর পরিশ্রমের ফল নয়, বরং তার পরিবারের দৃঢ় বিশ্বাস এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেরও ফল। আজকের দিনে, যখন অনেকের জন্য এই ধরনের প্রতিভা বিরল, তখন ৮ বছর বয়সী মোহাম্মদ ওমর ফারুক সত্যিই এক অনুপ্রেরণা।