আওয়ামী আমলে দেওয়া ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ১২ই নভেম্বর ২০২৪ ১২:৪২ অপরাহ্ন
আওয়ামী আমলে দেওয়া  ৭ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ এলাকার বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল)। গত ৮ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট ৭ হাজার ৪টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রতিষ্ঠানটি। 


এতে বলা হয়, এসব অবৈধ সংযোগের মাধ্যমে বিভিন্ন শিল্প-কারখানা ও আবাসিক এলাকা থেকে গ্যাসের অপব্যবহার হচ্ছিল। তিতাস গ্যাসের প্রতিনিধিরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে অবৈধ সংযোগগুলো চিহ্নিত করে বন্ধ করে দিয়েছেন। এই সময়ে মোট ৪০ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।


অভিযানটি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় পরিচালিত হয়। এসব এলাকায় কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, নারায়ণগঞ্জ, সাভার, গুলশান, আশুলিয়া, মিরপুর, ভালুকা, মেঘনাঘাটসহ বেশ কিছু স্থান অন্তর্ভুক্ত ছিল।  


১০ নভেম্বর রোববার বিশেষ অভিযান চালিয়ে কেরানীগঞ্জ, ফতুল্লা ও গাজীপুরের তিনটি শিল্প প্রতিষ্ঠানের এবং ৬১টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এই অভিযানগুলোর মাধ্যমে তিতাস গ্যাসের ৯৭টি শিল্প-কারখানা, ৫৬টি বাণিজ্যিক এবং ৬,৮৫১টি আবাসিক সংযোগ বন্ধ করা হয়েছে। এসব অবৈধ সংযোগ থেকে প্রতিদিন ১৯,৫৬৯টি বার্নার গ্যাস পোড়ানো হচ্ছিল বলে জানানো হয়েছে। 


তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।