"আমিও একদিন"
জাহিরুল মিলন
আমিও একদিন বিদ্রোহী হব
নজরুলের মত কবিতা লিখবো
উদাম চুলের বাবরী দুলিয়ে
যুদ্ধ জয়ের পথে নামবো।
আমিও একদিন যোদ্ধা হব
শত্রু শিবিরে হানা দিবো
সব কুসংস্কার নির্মূল করে
সুস্থ এক সমাজ গড়বো।
আমিও একদিন কবি হব
অত্যাচারের ছন্দ রচিবো
সকল বাধা বিভেদ ভুলে
সবার পাশে আগে দাঁড়াবো।
আমিও একদিন চিত্রকর হব
রঙ-তুলি ক্যানভাসে হারাবো
নব দিগন্ত আসবে শিল্পে
নতুন মাত্রা বয়ে আনবো।
আমিও একদিন শিল্পী হব
সুরে সুরে মন ভোলাবো
ভুলে ভরা গান মাড়িয়ে
আব্বাস আলিম ফিরিয়ে আনবো।
আমিও একদিন নেতা হব
কৃষক শ্রমিক সমান ভাববো
শেরে বাংলা ভাসানী হয়ে
জনগনের দুঃখ ভোলাবো।
আমিও একদিন ডাক্তার হব
গরীব দুঃখীর সেবা করবো
চক্ষুশূল উপেক্ষা করে
চিকিৎসাকে বদলে দেবো।
আমিও একদিন শিক্ষক হব
শিক্ষায় নতুন যুগ আনবো
কুশিক্ষাকে পায়ে দলে
আলোকিত জাতি গড়বো।
আমিও একদিন মানুষ হব
বিবেকবান হয়ে রবো
কবে আসবে সেইদিন
যেদিন আমি মানুষ হব।
আমিও একদিন .....................
নতুন যুগ দেখবে সবে
সবকিছু হয়তো পরিবর্তন হবে
সেদিন আমি থাকবোনা ভবে।
আমিও একদিন................
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।