প্রকাশ: ৬ এপ্রিল ২০২৫, ১০:৫৮
চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ দাবির বিষয়টি স্পষ্ট করেন সংগঠনটির শীর্ষ নেতারা।
বৈঠকে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। অন্যদিকে, হেফাজতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমীসহ অন্যান্য নেতারা। বৈঠকে সালাহউদ্দিন আহমেদ বলেন, হেফাজতে ইসলাম ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় এবং সেই দাবি বিএনপির সঙ্গেও মিলেছে।
তিনি বলেন, আমরা দ্রুত নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আয়োজনের আশ্বাস দিয়েছিলেন। তবে মাঝেমধ্যে তার বক্তব্যে তারিখের দিক থেকে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন।
বৈঠকে আরও আলোচনার বিষয় ছিল আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের বিষয়টি। বিএনপি এবং হেফাজত নেতারা একমত পোষণ করেন, এসব মামলা রাজনৈতিক প্রতিহিংসা থেকে করা হয়েছে। দ্রুত এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের আওতায় আনার দাবি তোলে হেফাজত। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন,
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের হলেও এখনো দৃশ্যমান অগ্রগতি নেই। তিনি বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো, জনবল বৃদ্ধি এবং বিভাগীয় পর্যায়ে ট্রাইব্যুনাল স্থাপনের প্রস্তাব দিচ্ছি। হেফাজত ও বিএনপির এই বৈঠকে আওয়ামী লীগের দমন-পীড়ন, মামলা-হামলা এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি নিয়ে আলোচনা হয়। ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন দুই পক্ষের নেতারা।