বিরামপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
বিরামপুরে প্রাথমিক শিক্ষা পরিবারের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে হাকিমপুর প্রাথমিক শিক্ষা পরিবার ও বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের মাঝে একদিনের টি২০ প্রীতি ক্রিকেট ম্যাচের শুভ উদ্বোধন করা হয়েছে। 


প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিরামপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে বেলা সাড়ে ১০ ঘটিকায় দুই উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের ক্রিকেট ও খেলা প্রেমী শিক্ষকদের নিয়ে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।অবসর সময় ও ছুটির দিনে খেলাধুলার মাধ্যমে নিজেদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষায় এধরনের আয়োজন।


এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল নবী, বিরামপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন ও জনার্দন দেব শর্মা।


খেলায় টচে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার সংগ্রহ করে ১৮৯রান। পরবর্তীতে ১৯০ রানের টার্গেটে ব্যাট করে হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পরাজিত হয় হাকিমপুর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।