নড়াইলে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ, ধর্ষণের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০২৪ ১০:৩৪ অপরাহ্ন
নড়াইলে নারী ইউপি সদস্যকে হত্যার অভিযোগ, ধর্ষণের সন্দেহ

নড়াইলে এক নারী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য গণধর্ষণ ও মুখে বিষ ঢেলে হত্যার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ৪৬ বছর বয়সী ওই নারী নড়াইল সদরের একটি ইউনিয়নের সংরক্ষিত সদস্য ছিলেন।  


শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের ছেলে অভিযোগ করেছেন, ধর্ষণের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল।  


নিহতের ছেলে জানান, বুধবার বিকেলে টিসিবির মালামাল বিতরণ শেষে বাড়ি ফেরার সময় রাজিবুল নামে একজন পাওনা টাকার অজুহাতে ফোন করে তাকে ডেকে নেয়। সেখানেই রাজিবুলসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে এবং পরে বিষয়টি জানালে ক্ষতি করার হুমকি দেয়। ভয় দেখিয়ে মুখে বিষ ঢেলে দেয় বলে তার অভিযোগ।  


ঘটনার পর বাড়ি ফিরে কাউকে কিছু না জানিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই নারী। শুক্রবার সকালে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলের কাছে নির্যাতনের ঘটনা এবং জড়িতদের নাম বলেন তিনি।  


শুক্রবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। পরে ময়নাতদন্ত শেষে বিকেল ৪টার দিকে স্বজনরা তার মরদেহ নিয়ে যান।  


এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, “ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি এখনও পরিষ্কার নয়। তবে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”  


পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।  


নিহতের পরিবার এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।