
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯, ৩:৯

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে, উচ্চ আদালতের সংশ্লিষ্ট শাখায় পৌঁছানো হয়।
এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ফেনীর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামুন উর রশিদের নির্দেশে ডেথ রেফারেন্স ঢাকায় পাঠানো হয়।
কড়া পুলিশ পাহারায় রায়ের কপিসহ ২ হাজার ৩২৭ পাতার ডেথ রেফারেন্স লাল কাপড়ে মোড়ানো নথি উচ্চ আদালতে পৌঁছে দেন আদালতের কর্মচারী শামসুদ্দিন। আলোচিত নুসরাত হত্যা মামলায় গত ২২ অক্টোবর ১৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব