প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৯:১৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে তিনি আর বাংলাদেশের কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এমনকি মেয়র, চেয়ারম্যান বা সরকারি দপ্তরে কোনো পদেও নিয়োগ পাওয়ার যোগ্য থাকবেন না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইসিটি আইনে সাম্প্রতিক যে সংশোধন আনা হয়েছে, তার মাধ্যমে এই নতুন বিধান কার্যকর করা হয়েছে। এর ফলে যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে ফরমাল চার্জ গঠন হবে, তারা রাষ্ট্রের কোনো নির্বাচিত বা সরকারি পদে থাকতে পারবেন না।
তিনি বলেন, এটি রাষ্ট্রের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। কারণ, যারা যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা বা দায়িত্ব থাকা উচিত নয়। এ আইন সংশোধনের মাধ্যমে সেই নৈতিক ও প্রশাসনিক বাধ্যবাধকতাটিই নিশ্চিত করা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম আরও বলেন, কেউ হয়তো জানতে চাইবেন কেন এই পরিবর্তন এখন করা হলো। আসলে রাষ্ট্র একটি পুনর্গঠনের পর্যায়ে আছে। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হলে কিছু আইনি কাঠামো নতুনভাবে সাজানো দরকার ছিল। সরকার সে প্রয়োজনে বিভিন্ন আইন সংশোধন করছে, তার অংশ হিসেবেই আইসিটি আইনে এই পরিবর্তন এসেছে।
তিনি ব্যাখ্যা করে বলেন, এই সংশোধন কোনো নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে করা হয়নি। বরং এটি রাষ্ট্রের স্বার্থে প্রণীত। রাষ্ট্র যখন বিপ্লবোত্তর পরিবেশে নিজের অবস্থান পুনর্গঠন করছে, তখন ন্যায়বিচার ও প্রশাসনিক শুদ্ধতা নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
বিচার চলাকালে আইন সংশোধন করা হলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে সে আশঙ্কা নেই। কারণ, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এখনো চলমান, তবে ব্যক্তিগত মামলার মতো এখানে আইন পরিবর্তনের কোনো প্রভাব পড়বে না।
তিনি আরও বলেন, এই সংশোধনটি এখনো বাস্তব প্রয়োগে আসেনি, তাই এটি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করছে না। বরং ভবিষ্যতে যেসব মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন হবে, সেখানে নতুন বিধানটি প্রযোজ্য হবে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম শেষ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংবিধান দ্বারা সুরক্ষিত একটি আইন। তাই এর অধীনে করা যে কোনো সংশোধন বৈধ এবং সাংবিধানিকভাবে টিকে থাকবে। আদালতে কেউ চাইলে এটি চ্যালেঞ্জ করলেও তা টিকবে না বলে তিনি মন্তব্য করেন।