প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১২:২৫
সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার দীর্ঘ সময় পরেও কোনো সুষ্ঠু সমাধান আসেনি। এই মামলায় চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে, যেখানে রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, তদন্তের জন্য ডিবিতে থাকা নথিপত্র আগুনে পুড়ে গেছে। এ ঘটনাটি শেয়ার করা হয়েছে মঙ্গলবার (২২ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চে। এই বেঞ্চে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ বিষয়ে আদালতকে অবহিত করেন।