ওসির অভিযোগ মিথ্যা, ইসলামপুরে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক
শাওন মোল্লা , জেলা প্রতিনিধি- জামালপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২০শে মার্চ ২০২৫ ০৩:৩৬ অপরাহ্ন
ওসির অভিযোগ মিথ্যা, ইসলামপুরে সংবাদ সম্মেলনে যুবদল নেতা

জামালপুরের ইসলামপুর উপজেলায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফকে বদলি করার জন্য হুমকি দেওয়ার অভিযোগটি প্রত্যাখ্যান করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান মলিন। বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগটিকে "মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত" বলে দাবি করেছেন।


লিখিত বক্তব্যে হামিদুর রহমান মলিন বলেন, “ওসি সাইফুল্লাহ সাইফকে বদলির হুমকি দেওয়ার বিষয়টি পুরোপুরি বানোয়াট। আমরা কখনো আইনের প্রতি অবজ্ঞা করি না এবং পুলিশকে সহায়তা করে অপরাধীদের গ্রেপ্তারেও ভূমিকা রাখি।” তিনি আরও জানান, এই অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, "এ ধরনের অপবাদ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং সমাজে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে আনা হয়েছে।"


এদিকে, ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ জানান, গত ১৮ মার্চ গভীর রাতে একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল খালেককে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছিল। তিনি দাবি করেন, “তারপর যুবদল নেতা হামিদুর রহমান মলিন ওই আসামিকে ছাড়ানোর জন্য তদবীর করেন। যখন আমি তাতে রাজি না হই, তখন তিনি আমাকে মোবাইল ফোনে ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার হুমকি দেন।” তিনি আরও জানান, বিষয়টি তিনি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন।


তবে যুবদল নেতা হামিদুর রহমান মলিনের দাবি অনুযায়ী, তারা সর্বদা আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং কোনোভাবেই পুলিশকর্মীকে হুমকি দেওয়ার মত আচরণ করেননি। তিনি জানান, তাদের রাজনৈতিক উদ্দেশ্য একমাত্র জনগণের সেবা করা, যা কোনোভাবেই আইনবিরোধী কার্যক্রম হতে পারে না।


এ ঘটনায় পুলিশ ও যুবদলের মধ্যে বাকবিতণ্ডা এবং অভিযোগের তির ক্রমাগত বাড়ছে, যা এলাকাবাসীর মধ্যে কিছুটা উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় জনগণ আশা করছেন, দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত হবে এবং প্রকৃত সত্য উদঘাটিত হবে।