বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ ড্রেজার মালিককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
এইচ.এম.এ রাতুল, জেলা প্রতিনিধি, বরিশাল।
প্রকাশিত: সোমবার ২৮শে ফেব্রুয়ারি ২০২২ ০৫:৪১ অপরাহ্ন
বাকেরগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৩ ড্রেজার মালিককে জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বরিশালের বাকেরগঞ্জ  উপজেলায় তিন ড্রেজার মালিক কে মোট ৩লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের কাকুরিয়া গ্রাম সংলগ্ন তুলাতলি নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন । নেতৃত্ব দেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ৷

 

জরিমানা প্রাপ্তরা হলেন- এম.বি. আকিব এন্ড আবু সালেহ লোড ড্রেজার , হাওলাদার লোড ড্রেজার ও মামা ভাগিনা লোড ড্রেজার

এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার এস. আই মাকসুদসহ পুলিশ সদস্যরা।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সোমবার সকালে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের তুলাতলি নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ওই তিন ড্রেজার মালিককে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।


সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক ভোরের কাগজ প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেছেন।


উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় জানান বিভিন্ন স্থানে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ রয়েছে। তিনি এই ধরনের ব্যবসার সাথে জড়িতদের সতর্ক করে বলেন আগামীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে