কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকালে উপজেলার ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভূরুঙ্গামারী উপজেলা শাখা ও সহযোগী সংগঠন এই ইফতার মাহফিলের আয়োজন করে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মুস্তফা এতে সভাপতিত্ব করেন। উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতা কর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান রানা বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশে সকল অপকর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সকল অপকর্ম থেকে আমাদেরকে দুরে থাকতে হবে। এই বাংলাদেশ একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ হবে। দেশ নায়ক তারেক রহমানে সেই দেশের নেতৃত্ব দেবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐক্যের যে ডাক সে ডাকের প্রতীক হিসেবে সেটাকে কাজে লাগিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
সাবেক ছাত্র নেতা রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী গোলাম মুস্তফা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।