শ্লীলতাহানির অভিযোগ দেয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিলেন শিক্ষক!

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বুধবার ১৯শে মার্চ ২০২৫ ০৯:৪৯ অপরাহ্ন
শ্লীলতাহানির অভিযোগ দেয়ায় ভুক্তভোগী পরিবারকে হুমকি দিলেন শিক্ষক!

পটুয়াখালীর দুমকিতে শিক্ষক বশির উদ্দিন খোকন বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর ভুক্তভোগী পরিবারটি নানা ধরনের হুমকি পাচ্ছে। বুধবার (১৯ মার্চ) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা এ বিষয়টি জানান।


ভুক্তভোগী লিখিত বক্তব্যে বলেন, ১৫ মার্চ শনিবার দুপুরে দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ইসমাইল তালুকদারের ছেলে এবং গাবুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন খোকন তার বাসায় সুদের পাওনা টাকা চাইতে আসেন। তিনি জানান, তার স্বামী বাসায় না থাকায় তাকে পরে দেখা করার কথা বলেন। কিন্তু শিক্ষক খোকন পানি খেতে চান এবং পানি খাওয়ার পর তার দুই হাত ধরে বিছানার দিকে টানাটানি শুরু করেন। ভুক্তভোগী তখন গালিগালাজ করতে থাকেন এবং চিৎকার করেন। তার চিৎকারে পাশের বাসার ভাবি এগিয়ে আসলে শিক্ষক খোকন দ্রুত পালিয়ে যান।


বিষয়টি তার বউ নেহারকে জানালে, উল্টো নেহার হুমকি দেন, "তুই যদি খোকন মাষ্টারের বিরুদ্ধে কিছু করতে পারিস তবে করে দেখাই।" ভুক্তভোগী পরিবার জানায়, তারা স্থানীয় লোকজনের কাছে সাহায্য চাইলেও কেউ তাদের কথা শোনেনি। তবে পরবর্তীতে কাওসার তালুকদার, বশার হাওলাদার, সরোয়ার হাওলাদার এবং আবু তালেব তাদের পাশে দাঁড়িয়ে সাহস দেন। কিন্তু শিক্ষক বশির উদ্দিন খোকন তাদের নিয়েও আজেবাজে কথা বলেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।


ভুক্তভোগী বলেন, ১৭ মার্চ রাতে তিনি নিজে বাদি হয়ে দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর ১৮ মার্চ শিক্ষক বশির উদ্দিন খোকন, তার বউ নেহার, মেয়ে নিশি এবং খোকনের ভাই কবির তালুকদার তাদের বাড়িতে এসে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে বলেন এবং এলাকা ছাড়তে হুমকি দেন। তারা জানায়, যদি তারা এলাকার বাইরে না যান, তবে তাদের ক্ষতি হতে পারে।


এ বিষয়ে দুমকি থানার এসআই সহিদ জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে। তবে ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করতে চাইলে, তা গ্রহণ করা হবে।