পূর্বাচলে আবারও নারীর গলাকাটা লাশ উদ্ধার: অপরাধের নিরাপদ আস্তানা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৬ই জানুয়ারী ২০২৫ ১২:১৭ অপরাহ্ন
পূর্বাচলে আবারও নারীর গলাকাটা লাশ উদ্ধার: অপরাধের নিরাপদ আস্তানা?

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহর থেকে আবারও একটি অজ্ঞাত নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পূর্বাচল ৫ নম্বর সেক্টরের গুতিয়াবো এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা এই লাশ উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে পূর্বাচল থেকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় এলাকাটি অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।  


রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, সকাল ৮টার দিকে গুতিয়াবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় পড়ে থাকা লাশটি দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নারীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়।  


ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে, যা সম্ভবত হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর হত্যার সঠিক কারণ এবং পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।  


স্থানীয়দের মতে, পূর্বাচল এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। সাম্প্রতিক সময়ে এখানে বেশ কয়েকটি লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে, যা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এলাকাটিকে অপরাধমুক্ত করার জন্য জোর প্রচেষ্টা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।  


পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার জন্য তদন্ত চলছে। এলাকায় নিরাপত্তা জোরদার করার পাশাপাশি অপরাধীদের ধরতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।  


এই হত্যাকাণ্ড পূর্বাচলের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত এই ঘটনার সুরাহা হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।