নলছিটি ডিগ্রি কলেজে প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
মো. নাঈম হাসান ঈমন, জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: শুক্রবার ২২শে নভেম্বর ২০২৪ ০৫:৪১ অপরাহ্ন
নলছিটি ডিগ্রি কলেজে প্রবেশপত্র বিতরণে টাকা আদায়ের অভিযোগ

ঝালকাঠির সরকারি নলছিটি ডিগ্রি কলেজে ২০২২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বিতরণের নামে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক শিক্ষার্থী থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে, অথচ সরকারি নিয়ম অনুযায়ী এমন কোনো ফি থাকার কথা নয়। 


বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কলেজের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে কলেজের অফিস সহকারী মাহফুজুর রহমান এবং উত্তম কুমার মালো তাদের কাছে প্রবেশপত্র বিতরণের জন্য টাকা দাবি করছেন। অভিযোগকারীরা জানান, প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা আদায় করা হচ্ছে, তবে টাকা নেওয়ার কোনো রশিদ বা সুনির্দিষ্ট পরিসংখ্যান দেওয়া হচ্ছে না। 


তবে এর আগে তারা বিভিন্ন কারণে অতিরিক্ত অর্থ আদায় করেছেন বলেও অভিযোগ রয়েছে। যেমন, কলেজের প্রত্যয়নপত্র, সার্টিফিকেট, মার্কস শিট ও প্রশংসাপত্র নিতে হলে সেগুলোর জন্যও টাকা দেওয়া বাধ্যতামূলক ছিল। এসব বিষয়ে কোনো বিধান না থাকলেও, অভিযোগ রয়েছে তারা শিক্ষার্থীদের হয়রানি করে টাকা আদায় করছিলেন। 


এছাড়া, কলেজের সাবেক অধ্যক্ষ রফিকুল ইসলাম সরকার সরে যাওয়ার পর নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান দায়িত্ব গ্রহণ করেন। তবে, অভিযোগ রয়েছে যে তিনি কলেজের কয়েকজন সিনিয়র শিক্ষককে পাশ কাটিয়ে সাবেক অধ্যক্ষের নির্দেশনা অনুযায়ী কলেজ পরিচালনা করছেন। 


কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুজ্জামান এসব অভিযোগ অস্বীকার করেননি, তবে তিনি জানান, "প্রবেশপত্রের জন্য টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। তবে কিছু খরচের জন্য টাকা নেওয়া হয়, যা কেন্দ্রে প্রয়োগ করা হয়। অনেক শিক্ষার্থী টাকা দেয়, আবার কেউ কেউ দেয় না।" 


এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামকে ফোন করা হলে তিনি রিসিভ না করায়, এই ব্যাপারে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


এছাড়া, শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা এভাবে নিয়মবহির্ভূতভাবে টাকা আদায় করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, প্রশাসন দ্রুত এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।