বিজয় সরণিতে পরীক্ষামূলক এআই সিগন্যাল সিস্টেম চালু

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: বুধবার ২রা অক্টোবর ২০২৪ ১২:০৪ অপরাহ্ন
বিজয় সরণিতে পরীক্ষামূলক এআই সিগন্যাল সিস্টেম চালু

গুলশানের পর এবার রাজধানীর বিজয় সরণির ৬টি পয়েন্টে পরীক্ষামূলকভাবে এআই সিগন্যাল সিস্টেম চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। সড়ক পরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি সংযোজনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। 


এদিকে, ঢাকায় যানজট ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টাকে ৬টি সুপারিশ প্রদান করেছেন বুয়েটের বিশেষজ্ঞরা। তারা সুপারিশ করেছেন অবৈধ যানবাহন সরানোর পাশাপাশি সড়ক ব্যবস্থাপনাকে যুগোপযোগী করতে হবে। বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে সিগন্যাল নিয়ন্ত্রণ ও যানবাহনের গতিপথ নির্ধারণের জন্য এই প্রযুক্তি অপরিহার্য।


এআই সিগন্যাল সিস্টেম চালু হলে যানবাহনের গতির ওপর নজরদারি ও নিয়ন্ত্রণে নতুন মাত্রা যুক্ত হবে। এই সিস্টেমের মাধ্যমে সিগন্যালগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে এবং সড়কে যানজট কমানোর পাশাপাশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা হ্রাস পাবে। 


যানবাহন পরিচালনার ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে যাত্রীদের নিরাপত্তা এবং সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যায়। বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেছেন, সড়ক ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। 


বিজয় সরণির এআই সিগন্যাল সিস্টেম সফল হলে রাজধানীর অন্যান্য সড়কে এই প্রযুক্তি বাস্তবায়নের পথ সুগম হবে, যা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার দৃষ্টি এখন এই পরীক্ষামূলক প্রকল্পের দিকে, যা ঢাকার যানজট সমস্যার সমাধানে একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে।