মাটিরাঙ্গায় দুই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, সিলগালা

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ২৯শে মে ২০২২ ০৬:২৪ অপরাহ্ন
মাটিরাঙ্গায় দুই ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা, সিলগালা

দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে চলমান অভিযানের অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করা হয়েছে। একই সময়ে তাজ মেডিকেল হলের মালিককে এক লক্ষ এবং মাটিরাঙ্গা ডেন্টাল কেয়ার'র মালিককে ৫০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।


রোববার (২৯ মে ২০২২ইং ) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারে অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।


অভিযানকালে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মিল্টন ত্রিপুরা , মাটিরাঙ্গা উপজেলা নিরাদ খাদ্য পরির্দশক মো: মিজানুর রহমান,  মাটিরাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। 


অভিযান কালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনা করার দায়ে মাটিরাঙ্গা ডেন্টার কেয়ারের মালিক মো. ইউনুছকে ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৯ ধারায় ডেন্টিস বা ডাক্তার পদবী ব্যবহার করায়  ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। 


এসময় ভ্রাম্যমান আদালতের সংবাদে পালিয়ে গেলে মাটিরাঙ্গায় জননী ডেন্টাল কেয়ার ও শর্মা ডেন্টাল কেয়ারকে সিলগালা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব।


এসময় ড্রাগ লাইসেন্সের মেয়াদ উর্ত্তীর্ণ হওয়ায় এবং ল্যাব পরিচালনার অনুমতি পত্র না থাকায় মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারায় মিথ্যা বা প্রতারনা মূলক প্রতিনিধিত্ব প্রকাশ করায়   তাজ মেডিকেল হল এর মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। 


মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব বলেন, অনুমোদন বিহীন ল্যাব পরিচালনা এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের নিবন্ধন ছাড়া দন্ত চিকিৎসার চেম্বার পরিচালনাসহ নামের পূর্বে ডেন্টিস্ট লেখায় অভিযান পরিচালনা করা হয়। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।