নওগাঁর আত্রাইয়ে সরকারী নিয়ম না মেনে চালের ব্যবসা ও মজুদ করার দায়ে ব্যাবসায়ীকে নয় হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সদর সাহেবগঞ্জ বাজারে ৪ টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইকতেখারুল ইসলাম। সেইসাথে অতিদ্রুত সময়ের মধ্যে ধান-চাল ক্রয় বিক্রয় ও মজুদের নিবন্ধন করে নিতে নির্দেশ দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, সরকার লাইসেন্স বিহীন ধান-চাল ক্রয়-বিক্রয় ও মজুদ শুন্যের কোঠায় আনার উদ্যোগ গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় সাহেবগঞ্জ বাজারে অভিযান চালাই। অভিযানে মেসার্স রতন স্টোর, মা স্টোর, মজনু ভ্যারাইটি স্টোর ও বিসমিল্লাহ চাল ঘর কে নিবন্ধন ও মূল্য তালিকা না থাকায় নয় হাজার টাকা অর্থদন্ড করি। এসময় আত্রাই ধান-চাল গোডাউনের ওসিএলএসডি রিয়াজুল হক, এসআই প্রদীপ কুমার সরকার উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।