নাটোরে ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইয়ের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে মে ২০২২ ০৭:৪১ অপরাহ্ন
নাটোরে ছোট ভাইকে হত্যা মামলায় বড় ভাইয়ের কারাদণ্ড

নাটোরে ছোট ভাইকে হত্যার মামলায় বড় ভাই জাহাঙ্গীর শেখকে ৭ বছরের কারাদণ্ড ও অপর একজনকে খালাস দিয়েছে আদালত। এছাড়াও আসামিকে ১০ হাজার টাকা জরিমানা আদেশ দেন।


বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই আদেশ দেন। 


নিহত জনি শেখ নাটোর শহরের কানাইখালী মহল্লার মৃত ছবেদ আলী শেখের ছেলে। 

  

আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ৭ জানুয়ারি নাটোর শহরের কানাইখালী এলাকায় পারিবারিক কলহের জেরে ছোট ভাই জনি শেখকে মারপিট করে বড় ভাই জাহাঙ্গীর শেখ। এসময় তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন। পরে ৮ জানুয়ারি নিহত জনি শেখের স্ত্রী পলি বেগম নাটোর সদর থানায় জাহাঙ্গীর শেখ এবং তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।


এ মামলায় দীর্ঘ ৫ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালত আসামি জাহাঙ্গীর শেখকে ৭বছরের কারাদণ্ড ও অপর একজনকে খালাস এবং এক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।