পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রতারনা ও অত্মসাতের মিথ্যা মামলা করে ফেঁসে গেলেন বাদী। মিথ্যা মামলার দায়ে তাকে আসামী হয়ে যেতে হয়েছে কারাগারে। বুধবার (১৩ এপ্রিল) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার আদালতের ডকে দাড়ানো বাদী হাফিজুল ইসলাম মতি মীরাকে আটক করে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় মামলা রুজু করে কারাগারে প্রেরন করেন।
আদালত সূত্র জানায়, উপজেলার লালুয়া ইউনিয়নের ১১ নং হাওলা গ্রামের হাফিজুল ইসলাম মতি মীরা একই গ্রামের জলিল সিকদার সহ ৬ জনের নামে প্রতারনা ও অত্মসাতের অভিযোগে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। এরপর আদালত কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: হুমায়ুন কবিরকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। বুধবার মামলাটি কার্য তালিকায় এলে তদন্ত কর্মকর্তার প্রতিবেদনের আলোকে আদালত বাদীর ডকে দাড়ানো হাফিজুল ইসলাম মতি মীরাকে আটক করে মিথ্যা মামলার দায়ে তার বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধির ২১১ ধারায় মামলা রজু করে তাকে কারাগারে প্রেরন করেন।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো: মাহবুব আদালতের এ আদেশের সত্যতা স্বীকার করেছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।