স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক
মোস্তাকিম হোসেন, উপজেলা প্রতিনিধি পাঁচবিবি- জয়পুরহাট
প্রকাশিত: রবিবার ২৪শে জুলাই ২০২২ ০৫:৪৬ অপরাহ্ন
স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রীকে খুন করার অপরাধে নয়ন নামে এক ব্যক্তিকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত।


রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সারোয়ার এ রায় দেন। দন্ডপ্রাপ্ত নয়ন পাঁচবিবি উপজেলার গোহারা (দামপাড়া) গ্রামের আনছের আলীর ছেলে।


মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা যায়, প্রায় ২৬ বছর আগে মো: নয়ন (৪৫) এর সঙ্গে একই উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া গ্রামের মোকছেদ আলীর মেয়ে মোছা: রেশমার (ফুরকুনী) বিয়ে হয়। বিয়ের কিছু  দিন পর থেকে সাংসারিক বিষয় নিয়ে নয়ন ও রেশমার মধ্যে মনোমালিন্য চলছিল। 


২০০২ সালের ৯ নভেম্বর পারিবারিক কারণে নয়ন রেশমাকে এলোপাতাড়ি মারপিট করেন এবং তার গলা চেপে ধরে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। প্রতিবেশীরা তাকে উদ্ধার করে। এ ঘটনার পরের দিন ১০ নভেম্বর আবারো রেশমাকে নয়ন মারপিট করে,বুকের ওপর ওঠে লাথি মারেন। এতে রেশমা জ্ঞান হারিয়ে ফেলেন এবং সেখানেই মারা যান।


ঘটনার দিনই রেশমার ভাই আবীর মন্ডল বাদী হয়ে নয়নকে আসামি করে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন। থানা-পুলিশ মামলাটি রেকর্ড করে এবং ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। আজ আদালত মামলার রায় দেন।