https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

আশাশুনির ১০ গ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্তের দাবি এলাকাবাসির

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৫০

শেয়ার করুনঃ
আশাশুনির ১০ গ্রামে জলাবদ্ধতা নিরসনে খাল উন্মুক্তের দাবি এলাকাবাসির

আশাশুনির খাজরা ও বড়দল ইউনিয়নের ১০ গ্রামের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবি জানিেেছন এলাকাবাসি।উপজেলার খাজরা ইউনিয়নের পশ্চিম খালিয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চেউটিয়া টু খাজরা সড়কে ভূক্তভোগী এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার।মানববন্ধনে খাজরা ইউনিয়নের ফটিকখালি, গজুয়াকাটি, খালিয়া, পশ্চিম খাজরা, দেয়াবর্ষিয়া, পিরোজপুর, রাউতাড়া, কাপস-া ও বড়দল ইউনিয়নের বাইনতলা, পাচপোতা সহ বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত সহস্রাধিক জমির মালিকগন অংশ গ্রহন করেন।।  

এলাকা বাসি বলেন বিগত  ২/৩ বছর ধরে জলাবদ্ধতা এবং গত এক বছর যাবত লবনাক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা না হওয়ায় ধান্য চাষ একেবারেই বন্ধ হয়ে পড়েছে আশাশুনি উপজেলার খাজরা ও বড়দল ইউনিয়নের প্রায় ৩ হাজার একর  আমন ধানের আবাদি জমি। এক ফসলি জমি হওয়ায় এই এলাকায় খাদ্য সংকটে পড়ে বিকল্প কর্মসংস্থানের জন্য বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে স্থানীয় মধ্যবিত্ত থেকে শুরু করে নিন্ম মধ্যবিত্ত ও দরিদ্র  পরিবারের মানুষ। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানের জন্য আমরা বিভিন্ন মহলে ও জনপ্রতিনিধির কাছে দেন দরবার করেও  অদ্যবধি কার্যকরি কোন পদক্ষেপ নেয়া হয়নি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার  কারনে জলাবদ্ধতার একমাত্র অন্তরায় স্লুইস গেট সংলগ্ন খালগুলো উন্মুক্ত করার দাবিতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।২০২৩ সালে কোন ফসল ঘরে তুলতে পারিনি তাই পরবর্তী ফসল নির্বিঘেœ চাষাবাদ করতে এখন প্রয়োজন পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা। 

 উল্লেখ্য গত আষাঢ় মাস থেকে অতিবৃষ্টি ও লবন পানির ঘের মালিকদের নিষ্কাশিত লবনাক্ত পানিতে আমরা ডুবে আছি। সংশ্লিষ্ট এলাকার পানি কালকি স্লুইস গেট দিয়ে এতদিন নিষ্কাশিত হতো। কিন্তু বড়দলের কপোতাক্ষ নদের নাব্যতা হারিয়ে স্লুইস গেটের মুখে অতিরিক্ত পলি পড়ে গেট দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। তারপর কপোতাক্ষ নদ খনন কাজ চলমান থাকায় পানি নিষ্কাশনের এ পথ কার্যত বন্ধ হয়ে গেছে। তাই বিকল্প ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি। স্থায়ী সমাধানের জন্য খোলপেটুয়া নদীর পাউবো'র বেড়ী বাঁধে চেউটিয়া খালের মুখে ৪ ব্যান্ড স্লুইস গেট নির্মাণ করতে হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

 যতদিন না হবে ততদিন পর্যন্ত বর্ষা মৌসুমে চেউটিয়া খালের নদী সংলগ্ন পবনা খালের নেটপাটা অপসারণ করে আনুলিয়া ইউনিয়নের মনিপুর গ্রামের হরিমর্দন গেট পর্যন্ত উন্মুক্ত করতে হবে। এছাড়া দেয়াবর্ষিয়া খাল, পুকুরের খাল ও ঝোরের খালের নেটপাটা অপসারণ করলে ফটিকখালি বিলের পানি নিষ্কাশন করা সম্ভব হবে। জলাবদ্ধতার কারণে গত বছর ১০ হাজার বিঘা জমির মালিকরা ধান চাষাবাদ করতে না পেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

আরও একবছর যদি চাষাবাদ না করতে পারে তাহলে বিকল্প কর্মসংস্থানের জন্য ভূক্তভোগী এলাকাবাসীর বাড়ী ছেড়ে অন্যত্র যাওয়া ছাড়া উপায় থাকবে না।  দুর্ভোগ থেকে উত্তরণের জন্য চেউটিয়া খালের মুখে পাউবো'র বেড়ী বাঁধে স্লুইস গেট নির্মাণ ও খালের নেটপাটা অপসারণ করে জলাবদ্ধতার স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত ১০ গ্রামের মানুষ। 

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

ঈদের ছুটির শেষ দিনে জামালপুরে বাস সংকট, ভাড়া দ্বিগুণ

আজ ঈদের ছুটির শেষ দিন হওয়ায় জামালপুর বাসটার্মিনালে হাজারো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ছুটি শেষে কাল থেকে দেশের সকল অফিস-আদালত, পোশাক কারখানা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান খুলে যাচ্ছে। ফলে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরের উদ্দেশ্যে ছুটে আসা যাত্রীদের জন্য বাসের চাহিদা অনেক বেশি হলেও বাসের সংখ্যা ছিল কম, যার ফলে যাত্রীদের ভোগান্তি বেড়ে গেছে। জামালপুর বাসটার্মিনালে সকাল থেকেই

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

আজমিরীগঞ্জ-মিঠামইন কাঁচা বাঁধে জনগণের দুর্ভোগ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রাম এবং কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বাহেরচর গ্রাম সংযোগের একমাত্র পথ হচ্ছে বছিরা নদীর উপর নির্মিত একটি কাঁচা বাঁধ। এটি একটি অস্থায়ী ব্যবস্থা, যেখানে নদীর তলদেশে মাটি ফেলে বাঁধ তৈরি করা হয়েছে এবং পানি প্রবাহের জন্য কিছু জায়গা খোলা রাখা হয়েছে। কিন্তু এই ব্যবস্থা স্থানীয় জনগণের দৈনন্দিন যাতায়াতের জন্য অত্যন্ত অপ্রতুল এবং দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে দ্বিতীয় দিনের গণপরিবহন ধর্মঘট, যাত্রীদের দুর্ভোগ

জামালপুরে মঙ্গলবার (০৪ মার্চ) থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে গণপরিবহন ধর্মঘট। এতে শহরের সাধারণ মানুষ ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল থেকে সকল ধরনের গণপরিবহন বন্ধ ঘোষণা করা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচল কার্যত অচল করে দিয়েছে। সোমবার (০৩ মার্চ) দুপুর থেকেই বাস এবং সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ধর্মঘটের কারণে জামালপুরের সড়ক যোগাযোগে ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

শ্রীমঙ্গলে লেবু, কলা, শশা ও ফলের বাজারে আগুন

পবিত্র রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের ওপর নানা ধরণের ছাড় দেওয়া হলেও ব্যতিক্রম শুধু বাংলাদেশ। এই মাসকে ঘিরে দেশের অতি মোনাফালোভী ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দেন। এবারের রমজানেও বাজারে একই চিত্র বিরাজ করছে। রমজানের শুরুতেই চারগুণ বেড়েছে লেবুর দাম। ফলে ইফতারের সময় লেবুর শরবতে গলা ভেজাতে কষ্ট হচ্ছে নিন্ম ও মধ্যভিত্ত অনেক রোজাদারের।   দুই

কুল্যা-দরগাহপুর সড়ক উন্নয়ন কাজ স্থগিত, জনজীবনে দুর্ভোগ

কুল্যা-দরগাহপুর সড়ক উন্নয়ন কাজ স্থগিত, জনজীবনে দুর্ভোগ

আশাশুনি উপজেলার কুল্যা টু দরগাহপুর সড়কের উন্নয়ন কাজের জন্য ঠিকাদার মেসার্স এসআর ট্রেডার্স নিয়োগ পায়, কিন্তু ঠিকাদারের গাফিলতিতে দীর্ঘ সময় ধরে এই সড়কের উন্নয়ন কার্যক্রম থমকে রয়েছে। গত দু'বছর ধরে সড়কের কাজ অরক্ষিত অবস্থায় পড়ে আছে এবং এর ফলে স্থানীয় মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। সড়কের বিভিন্ন অংশে কাজ অসমাপ্ত অবস্থায় রয়েছে এবং মাঝপথে অবশিষ্ট ম্যাকাডম ফেলে রেখে স্থানীয় জনগণের