প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২১, ১:৩৩
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় পানি বৃদ্ধির কারণে আঞ্চলিক সড়ক ডুবে অর্ধশতাধিক গ্রামবাসী পানিবন্দি। ফলে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
জানা যায়, উত্তরাঞ্চলে বন্যা কবলিত হওয়ায় কালিয়াকৈর উপজেলায় তুরাগ নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির কারণে বার্ডঘর-টালাবহ সুত্রাপুর ,চাপাইর , ঢালজোড়া ও আটাবহ ইউনিয়নের এসব এলাকার রোপা আমন ফসল, রাস্তা ঘাট পানিতে তলিয়ে গেছে । নিচু এলাকায় বাড়ি ঘরে পানি উঠেছে। গৃহপালিত গবাদি পশু পালনে ও জনসাধারণের চলাচলে নানা দুর্ভোগের শিকার হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আঞ্চলিক সড়কের বেহাল অবস্থা।
বিশেষ করে চাপাইর ইউনিয়নে কাঞ্চনপুর টু রশিদপুর আঞ্চলিক সড়ক বন্যার পনিতে ডুবে গেছে এই সড়ক যান চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র যোগাযোগ মাধ্যম সুত্রাপুর ইউনিয়নের বোর্ডঘর-টালাবহ আঞ্চলিক সড়কের কাঁঠালতলী এলাকায় পানিতে তলিয়ে যাওয়ায় রোববার থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
হাট বাজারের নিত্যপণ্য পরিবহনে ও যাত্রি সাধারণের যাতায়াতের নানা হয়রানির শিকার হচ্ছে উল্লেখ্য, গত বছরে বন্যায় বোর্ডঘর টালাবহ আঞ্চলিক সড়ক ও চাপাইর ইউনিয়নে রশিদপুর আঞ্চলিক সড়ক ,রুসুলপুর সড়ক পানিত তলিয়ে যাওয়ায় কার্পেটিং উঠে গিয়ে বিভিন্ন স্থানে অনেক গর্ত ও খানা খন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘ দিনেও অবহেলিত এসড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রতি ভোক্তভুাগি জনসাধারণ ক্ষোভ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এল.জি,ই,ডি) বিপ্লব পালের সাথে ইতোপূর্বে একাধিকবার যোগাযোগ করা হলে দ্রুত মারামতের আশ্বাস দিলেও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। সর্বশেষ কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদকে অবহেলিত আঞ্চলিক সড়কটি বেহাল অবস্থার কথা জানালে তিনি পুনঃসংস্কারের জন্য আশ্বাস দিয়েছেন ।