দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলছে ফেরি, বন্ধ রয়েছে লঞ্চ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে জুন ২০২১ ০৫:১৫ অপরাহ্ন
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলছে ফেরি,  বন্ধ রয়েছে লঞ্চ

দেশে বাপক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (২২ জুন) থেকে দক্ষিন পশ্চিমঅঞ্চলের অন্যতম প্রবেশপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ আছে বলে জানিয়েছে সংস্লিষ্ট কর্তৃপক্ষ 


এ নৌরুটের দুটি ঘাটের একটি রাজবাড়ীর গোয়ালন্দ ও মানিকগঞ্জের  পাটুরিয়া অবস্থিত। এ দুটি জেলাই লকডাউনের আওতায় রয়েছে।


সরজমিনে মঙ্গলবার সকাল ১০ টায় গিয়ে দেখা যায় দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ আছে, তবে ফেরি চলাচল করছে।  এ সময় দেখা যায় ফেরি গুলো পন্যবাহি ট্রাক, পিকাপ,ও ব্যক্তিগত গাড়ি পারাপার করছে।


লঞ্চ চলাচল বন্ধের বিষয় নিশ্চিত করে বাংলাদেশ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) টি আই পরিবহন সুপারভাইজার মোঃ আফতাব হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ২২ জুন হতে আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী  জরুরি সেবা পন্যবাহী ট্রাক পারাপার করছি।আমাদের সব গুলো ফেরি চালু আছে। বর্তমানে এ নৌরুটে ১৫ টি ফেরি চালাচল করছে।