যুক্তরাষ্ট্রে উৎপাদিত তেলের দাম প্রতি ব্যারেল মাত্র ০.০১ মার্কিন ডলার অর্থাৎ ১ সেন্টেরও কম দরে বিক্রি হয়েছে। জ্বালানী তেলের বাজারে এমনটা আগে কখনও ঘটেনি।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) সোমবার (২০ এপ্রিল) দিনের শুরুতে তেলের দাম ১ ডলারের নিচে নেমে যায়। তবে নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে দাম প্রায় শূন্যতে গিয়ে ঠেকে। এসময় প্রতি ব্যারেল তেলের দাম হয় মাত্র ১ সেন্ট। তবে এর কিছুক্ষণ পর দর কিছুটা বাড়তে থাকে।
মহামারী করোনাভাইরাসের কারণে সারা বিশ্বে তেলের চাহিদা কমে যাওয়ায় অতিরিক্ত তেল সংরক্ষণ করতে হচ্ছে। তবে সংরক্ষণের সক্ষমতাও প্রায় শেষের দিকে। সংরক্ষণাগারের ক্ষমতা প্রায় শেষ হয়ে যাওয়ায় এমন দরপতন ঘটলো।
গত ১২ এপ্রিল নিম্নমুখী চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উত্তোলন কর্তনে এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছে ওপেক প্লাস। দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার এ সমঝোতার মাধ্যমে প্রায় দুই মাস ধরে চলা সৌদি আরব ও রাশিয়ার মধ্যকার মূল্যযুদ্ধের অবসান হয়।
ওই সমঝোতার আওতায় উৎপাদন কর্তনের ফলে আগামী ১ মে নাগাদ বাজার থেকে ১০ শতাংশ তেল হ্রাস পাবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।