মানুষের ফুসফুসকে আক্রমণ করে করোনাভাইরাস (কোভিড-১৯)। এতে শ্বাসকষ্ট দেখা দেয়। ফলে রোগীকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি করে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। এই অক্সিজেন ভেন্টিলেটরের (কৃত্রিমভাবে স্বাস্থ্য প্রশ্বাস নেয়ার যন্ত্র) সাহায্যে দেয়া হয়।
কিন্তু প্রায় দেশের হাসপাতালগুলোতে এই ভেন্টিলেটরের সংকট দেখা দিয়েছে। অনেক দেশে নতুন করে ভেন্টিলেটর তৈরিও করা হচ্ছে।তবে এবার ব্রিটেনে এমন একটি যন্ত্র উদ্ভাবন করা হয়েছে যার সাহায্যে করোনা রোগীরা হাসপাতালের বাইরেও অক্সিজেন নিতে পারবেন।
মার্সেডিস ফর্মুলা ওয়ান টিম ও ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রকৌশলীরা যৌথভাবে এই যন্ত্রটি তৈরি করেছে। এর সাহায্যে ভেন্টিলেটর ছাড়াই রোগীর ফুসফুসে অক্সিজেন সরবরাহ করা যাবে।
সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২২ লাখ ৩১ হাজার ৪৩৭ জন। মারা গেছে দেড় লাখ ৮৩৬ জন। এর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৬৪ হাজার ২১০ জন।
সূত্র : বিবিসি বাংলা
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।