
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৯

উচ্ছ্বাসের কমতি ছিল না, ছিল উদ্বেগও। তবে শেষ পর্যন্ত উদ্বেগে চাপা পড়ল উচ্ছ্বাস। ব্যর্থ হলো ভারতের চন্দ্রযান-২ এর অভিযান। স্বভাবত সবার সঙ্গে মুষড়ে পড়েছেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীরাও।

এসময় বিজ্ঞানীদের উজ্জীবিত করতে মোদি বলেন, ‘লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত আমরা ক্ষান্ত দেব না। আমরা আত্মবিশ্বাসী, সফল আমরা হবই। আমাদের কেউ রুখতে পারবেন না।’ আত্মবিশ্বাসের সুরে তিনি বলেন, ‘চাঁদের পৌঁছানোর জন্য আমাদের ইচ্ছাশক্তি আরও প্রবল হয়েছে। সংকল্প আরও দৃঢ় হয়েছে।’